নাক ডাকা থেকে মারাত্মক রোগ! - Bangla Health Tips

নাক ডাকা খুবই বিরক্তিকর ব্যাপার। যতো প্রিয়জনই হোক ঘুমানোর সময় পাশে নাক ডাকলে বিরক্তি লাগবেই। তবে নাক ডাকাটা শুধুই বিরক্তর নয়, বিপদেরও। এর থেকে হতে পারে ভয়ানক রোগ।



একটি গবেষণার বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, নাক ডাকার ফলে টিউমার এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। পরীক্ষা করে দেখা গেছে, নাক ডাকলে শরীরের অনেক অংশে অক্সিজেনের চলাচল ঠিক মতো হয় না। আর এই শরীরে অক্সিজেনের ঘাটতির জন্যই দেখা দিতে পারে ক্যান্সার। নাক ডাকার ফলে শরীরে ১০ সেকেন্ড পর্যন্ত অক্সিজেনের সরবরাহ থমকে যায়। এর ফলে শরীরে টিউমারের জন্ম হয়। আর তা ক্রমশ বেড়ে ক্যানসারে পরিনত হয়।

Post a Comment

Previous Post Next Post