কপালে, চোখের কোনে, বা চিবুকে বয়েসর ছাপ অনেকের কাছেই চিন্তার বিষয়। নানা ধরনের বাজারের চলতি প্রোডাক্ট ব্যবহার করে ফেলেছেন বয়সকে ধরে রাখার জন্য। কিন্তু কিছুতে কিছু লাভ হয়নি। তবে নিজের এই বয়স ধরে থাকার টোটকা রয়েছে কিন্তু আপনার হাতের কাছেই। আর এই এভারগ্রিন থাকার ফরমুলার নাম হল ডালিম।
ডালিম বা বেদানা, যাই বলুন, এই ফলই কিন্তু আপনার রূপ-যৌবন ধরে রাখার চাবিকাঠি হতে পারে। এই ফলের যে কতগুণ তা অনেকেরই জানা নেই। আবার এই ফল ছাড়িয়ে খাওয়ার আলসেমিতেও অনেকেই এড়িয়ে যান। অনেকেই আবার এর দাম দেখে পিছিয়ে আসেন।
ডালিমের রসে ইউরোলিথিন এ-এর অণু থাকে, যা আমাদের শরীরের মাইক্রোবস দ্বারা রুপান্তরিত হয় এবং পেশিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই সমগ্র কাণ্ড বয়সের ছাপ ফেলা থেকে আটকায়। ডালিম ছাড়িয়ে খান বা জুস করে, এই ফলই কিন্তু আপনার রুপের চটজলদি টোটকা হিসেবে কাজ করবে।
Tags
Health