যেভাবে দূর করবেন চোখের নিচের কালি

চোখের নিচে কালি পড়েছে? চোখের নিচে আই ব্যাগ হয়ে বয়সের ছাপ পড়ছে চেহারায়? বিভিন্ন কারণে হতে পারে এই সমস্যাগুলো।
রাতে ভাল ঘুম না হওয়া, কোনও অ্যালার্জি, বংশগত কারণে এই সমস্যাগুলো হতে পারে। কখনও শরীরে সোডিয়ামের আধিক্য হলেও চোখের কোলে ফোলা ভাব আসতে পারে। স্ট্রেস বা নেগেটিভ ইমোশনের প্রভাবেও চোখের নিচে কালি পড়তে পারে।

এই সমস্যার অনেক সমাধান দেন বিউটিশিয়ানরা। তবে সেই সবগুলোই সময় সাপেক্ষ। অনেক দিন ব্যবহারে তবেই সুফল বোঝা যায়। অথচ রান্নাঘরেই রয়েছে এক সহজ সমাধান। যা ব্যবহার করলে কয়েক দিনেই হারিয়ে যাবে চোখের নিচের কালি।
এক চামচ বেকিং সোডা জলে গুলে পেস্ট তৈরি করে নিন। চামচের সাহায্যে এই পেস্ট চোখের নিচের লাগান। চোখের নীচে আধ ইঞ্চি জায়গা ছেড়ে এই পেস্ট লাগাবেন। ১০ মিনিট শুকোতে দিন। পাতলা কাপড় হালকা গরম জলে ভিজিয়ে আলতো করে মুছে নিন। চোখের ভিতরের কোল থেকে বাইরের দিকে মুছবেন।

Post a Comment

Previous Post Next Post